পোস্টগুলি

মে, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তিন বিশ্ব চ্যাম্পিয়নকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ !!

ছবি
 ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফটা বেশ ঊর্ধ্বমুখী। গত প্রায় আড়াই-তিন বছর ধরে দারুণ সাফল্য পেয়ে আসছে মাশরাফি-সাকিবরা। স্বাভাবিক কারণে র‍্যাংকিংয়েও উন্নতি হচ্ছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর র‍্যাংকিংয়ে সাত নম্বরে উঠে আসে বাংলাদেশ। এই অবস্থা ধরে রেখেছে গত বেশ কিছুদিন। সাফল্যের এই ধারাবাহিকতা আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অব্যাহত রেখে ওয়ানডে র‍্যাংকিংয়ে ইতিহাস গড়া উন্নতি করেছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে ছয়ে উঠে গেছে বাংলাদেশ। তাই ছাড়িয়ে গেছে তিন বিশ্ব চ্যাম্পিয়নকে। গতকালের এই ম্যাচ খেলতে নামার আগে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ে সাতে ছিল বাংলাদেশের অবস্থান। নিউজিল্যান্ডকে হারিয়ে মাশরাফিদের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৯৩। শ্রীলঙ্কার পয়েন্টও সমান। কিন্তু রেটিং পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে আইসিসি র‍্যাংকিংয়ে সাত নম্বরে চলে গেছে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কার পরে অষ্টম স্থানে আছে আরেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এই স্থানে রয়েছে ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর পর নবম স্থানে দুইবারের বিশ্ব চ...

প্রথম বলে ছক্কা হাঁকিয়ে রেকর্ডবুকে তামিম

ছবি
নিউজিল্যান্ড প্রথম ওভারেই বোলিংয়ে আনে ৩৭ বছর বয়সী অফ-স্পিনার জিতান প্যাটেলকে। প্রথম বলেই এগিয়ে এসে বলটা লং-অন দিয়ে হাওয়ায় ভাসিয়ে দেন তামিম ইকবাল। প্রথম বলেই ছক্কা। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন ধীরলয়ের ব্যাটিং। কাল প্রথম বলে ছক্কা মেরে আÍবিশ্বাসের জানান দেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। পরে সাব্বির রহমানকে নিয়ে ১৩৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে দেন জয়ের পথে। প্রথম বলে ছক্কা মেরে তামিম ছোট্ট একটি রেকর্ডের তালিকায় ঢুকে গেছেন। বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে প্রথম বলে ছয় হাঁকিয়েছেন তিনি। একই ওভারে জিতানের প্রথম বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার। শুরুতে সৌম্যকে হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপরই ঠাণ্ডা মাথায় নিজের ইনিংসটা টেনে নিয়ে গেছেন তামিম। টেস্ট প্রথম বলেই ছক্কা মারার ঘটনার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। সেই একমাত্র ঘটনায় বোলার ছিলেন বাংলাদেশের সোহাগ গাজী। ক্রিস গেইলের ছক্কার শিকার হয়েছিলেন সেই ম্যাচে অভিষিক্ত স্পিনার গাজী। তবে ওয়ানডেতে ১৯৯২ সালে ওয়াসিম আকরামকে প্রথম বলে সীমানা ছাড়া করেছিলেন নিউজিল্যান্ডের ওপেনার ম...

ম্যাচ শেষে উচ্ছ্বাসের পাশাপাশি যা ইঙ্গিত দিলেন মাশরাফি

ছবি
খেলার পোকা রিপোর্ট: ত্রিদেশীয় সিরিজে শেষটা রাঙিয়ে নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে হারিয়েছে, সেই সঙ্গে ওয়ানডে র‌্যাংকিংয়েও গড়েছে ইতিহাস। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা। আর এমন কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘এক কথায় এর অনুভূতি অনেক কিছু। আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি। এটা সামনে ধরে রাখতে চাই। আমাদের এখনও অনেক দূর যেতে হবে। দেখা যাক কী হয়।’ শেষ ম্যাচ ৫ উইকেটে জিতলেও ম্যাচে ক্যাচ মিসের মহড়ায় দারুণ হতাশা প্রকাশ করেছেন মাশরাফি। চ্যাম্পিয়নস ট্রফির আগে তাই এগুলো শুধরে নেয়ার কথা বললেন মাশরাফি। বোলিংয়ের শুরুটাও হতাশ করেছে তাকে। তবে তামিম-সাব্বিরের ব্যাটিংয়ে মুগ্ধ মাশরাফি। তাদের প্রংশায় ভাসিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘তামিম আর সাব্বির অসাধারণ খেলেছে। আমরা চাইছিলাম ওরাই শেষ করুক। কিন্তু শেষ পর্যন্ত হয়তো হয়নি। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ওদেরকে এখান থেকেই শিখে যেতে হবে।’ মাশরাফির মতো এখান থেকেই শিখে যেতে চান ম্যাচসেরা মুশফিকুর রহিম্। তার মতে, ‘শেষ দিকে বোলাররা ওদের আটকাতে পেরেছিল। তাতেই সব কিছু সহজ...

শুরুর ধাক্কা সামলিয়ে তামিম-সাব্বির জুটিতে টাইগারদের শতরান পার

ছবি
   স্পোর্টস আপডেট ডেস্ক: ২৭১ রানের লক্ষ্য। বিদেশের মাটিতে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানোর দারুণ সুযোগ। সেই সাথে আছে আরো কিছু হিসেব নিকেশ। তো এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা শুরু হলো মিশ্র এক অনুভূতি দিয়ে। স্পিনার জিতান প্যাটেলকে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দিলেন তামিম ইকবাল। তৃতীয় বলে মারতে গিয়ে গোল্ডেন ডাক ইনফর্ম সৌম্য সরকারের! ওই ধাক্কা বেশ সাবলীলভাবেই সামলে নিয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ও হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির হোসেন। এই প্রতিবেদন লেখার সময় ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে শতরান পেরিয়েছে মাশরাফির দল। ১৯ ওভারে ১ উইকেটেই ১০২ রান তাদের। তামিম ৫১ ও সাব্বির ৪০ রানে ব্যাট করছেন। এর আগে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে ২৭০ রানে আটকে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। যদিও আনুষ্ঠানিকতার ম্যাচ। তারপরও বাংলাদেশের সামনে প্রথমবার কিউইদের বিদেশের মাটিতে হারানোর প্রেরণা তো আছেই। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে ৮টি ম্যাচ জিতেছে তার প্রত্যেকটি ঘরের মাঠে। ২৮ বছরের বাঁহাতি ড্যাশিং ওপেনার তামিম আগের তিন ম্যাচে একটি অপরাজিত ফিফটি ও আরেকটি ফ...

খেলা চলাকালিন সময় মাঠে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে খবরের শিরোনাম হলেন মাহমুদুল্লাহ

ছবি
স্পোর্টস আপডেট ডেস্ক: বল-ব্যাটের লড়াইকে পাশ কাটিয়ে শেষ দিকে আলোচনার টেবিলে মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেট শিকার কিংবা সতীর্থকে উইকেট পেতে সহায়তা নয়। মাঠে বিব্রতকর পরিস্থিতিতে পড়েই খবরের শিরোনামে রিয়াদের নাম। বল ধরতে গিয়ে মাটিতে ড্রাইভ। মনের অজান্তেই পরনের ট্রাউজার কিছুটা খুলে গেল। ক্যামেরার চোখও সেদিকে। নিজে হাসলেন, সবাইকে হাসালেন মাহমুদউল্লাহ। ক্রিকেট মাঠে এমন ঘটনা নতুন কিছু নয়। তারপরও ত্রিদেশীয় সিরিজের শেষ দিনে মজার এই মুহূর্তটা বেশ উপভোগ করল সমর্থকরা। এদিকে, টম ল্যাথাম আর নেইল ব্রুমের ব্যাটিং দেখে একটা সময় মনে হচ্ছিল রান সাতে ৩শ অতিক্রম করবে কিনা! ২৩ রানে মুস্তাফিজের কল্যাণে প্রথম উইকেট হারানোর পর ১৩৩ রানের বিশাল জুটি গড়লেন দুজন। এজন্য টাইগার ফিল্ডারদের ক্যাচ মিসের অবদান অনস্বীকার্য। কিন্তু ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দিলেন বহুদিন পর দলে ফেরা নাসির হোসেন। জোড়া আঘাতে ব্রুম-ল্যাথামকে ফিরিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন। এরপর মঞ্চে আবির্ভাব অধিনায়ক মাশরাফি এবং গোটা সিরিজে নিষ্প্রভ থাকা সাকিব আল হাসানের। অবদান আছে রুবেলেরও। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকে...

প্রচণ্ড দাবদাহের মধ্যেই আজ শুরু প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ .....!!!

ছবি
এই গরমে ক্রিকেট! ক্রীড়া প্রতিবেদক ২৪ মে ২০১৭, ০১:৫১ প্রিন্ট সংস্করণ তীব্র তাপমাত্রা কমার সম্ভাবনা আপাতত নেই। দাবদাহ চলবে আরও কয়েক দিন। আবহাওয়া অফিসের পূর্বাভাস তা-ই বলছে। প্রচণ্ড গরমে সারা দেশের মানুষেরই যখন হাঁসফাঁস অবস্থা, তখন কিনা চলছে প্রিমিয়ার ক্রিকেট লিগ! মাথার ওপর গনগনে সূর্য রেখে দিনভর খেলছেন ক্রিকেটাররা।  বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জন্য মে-জুন যে মোটেই উপযুক্ত সময় নয়, সেটা এবার হাড়ে-মাংসে টের পাচ্ছেন খেলোয়াড়েরা। দাবদাহ থেকে সৃষ্টি হচ্ছে পানিশূন্যতা। আর পানিশূন্যতা থেকে টান পড়ছে মাংসপেশিতে, চিকিৎসাবিদ্যায় যেটিকে বলা হয় ‘ক্র্যাম্প’। প্রিমিয়ার লিগের প্রথম পর্বের প্রায় প্রতিটি ম্যাচেই কোনো না কোনো খেলোয়াড়কে এই চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই ক্র্যাম্প হচ্ছে পুরো শরীরের মাংসপেশিতে। খেলোয়াড়দের যেতে হয়েছে হাসপাতাল পর্যন্ত। আজ থেকে শুরু সুপার লিগে এসব শঙ্কা আরও বেশি করে থাকছে বলে লিগের দুই ভেন্যু বিকেএসপি আর ফতুল্লায় অ্যাম্বুলেন্স রাখার নির্দেশনা দিয়েছে বিসিবি। ভিক্টোরিয়ার ফিজিও মাঈনুল ইসলাম সোহাগ জানিয়...

ক্রিকেট খেলার জন্ম কোন দেশে ? কবে এবং কিভাবে শুরু হয় তার ইতিহাস !

ছবি
    ১৫৯৮ সালে প্রকাশিত হয়েছিল এবং সেটি অনুসারে ১৫৫০ সালের দিকেও ক্রীড়াটি প্রচলিত ছিল বলে জানা যায়। কিন্তু ক্রিকেটের আসল উৎপত্তি কবে কোথায় হয়েছিল, তা এখনও এক রহস্য তবে বেশিরভাগ মতই বলছে ক্রিকেটের জন্ম হয় ইংল্যান্ডে । তবে মোটামুটি দৃঢ়ভাবেই বলা যায় যে ১৫৫০ সালের আগেও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্ট, সাসেক্স ও সারি কাউন্টিগুলিতে, বিশেষ করে  Weald নামের অঞ্চলটিতে, ক্রিকেটের প্রচলন ছিল। ব্যাট-বল-ফিল্ডার দিয়ে খেলা হয়, এমন অন্যান্য ক্রীড়ার থেকে ক্রিকেটের একটা আলাদা বৈশিষ্ট্য ছিল এই যে, এটি খেলার জন্য অপেক্ষাকৃত ছোট দৈর্ঘ্যে ঘাসবিশিষ্ট মাঠের প্রয়োজন হত, কেন না, ১৭৬০-এর দশকের আগ পর্যন্তও ব্যাটসম্যানকে মাটিতে গড়িয়ে বল করা হত। একারণে যেসমস্ত জায়গায় বনাঞ্চল সাফ করা হয়েছিল, কিংবা ভেড়া চরানো হত, সেই সমস্ত জায়গাই ক্রিকেট খেলার জন্য উপযোগী ছিল। ক্রিকেটের শুরুর দিকের বছরগুলির উপর তথ্যের অভাব দেখে বোঝা যায়, এটি আসলে সম্ভবত ছোট বাচ্চাদের খেলা ছিল। ১৭শ শতকে এসে শ্রমিকেরা এটি খেলা শুরু করে। রাজা ১ম চার্লসের সময় অভিজাত শ্রেণী খেলাটির প্রতি আকৃষ্ট হতে শুরু ...