ম্যাচ শেষে উচ্ছ্বাসের পাশাপাশি যা ইঙ্গিত দিলেন মাশরাফি

খেলার পোকা রিপোর্ট:ত্রিদেশীয় সিরিজে শেষটা রাঙিয়ে নিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে হারিয়েছে, সেই সঙ্গে ওয়ানডে র‌্যাংকিংয়েও গড়েছে ইতিহাস। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা। আর এমন কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘এক কথায় এর অনুভূতি অনেক কিছু। আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি। এটা সামনে ধরে রাখতে চাই। আমাদের এখনও অনেক দূর যেতে হবে। দেখা যাক কী হয়।’

শেষ ম্যাচ ৫ উইকেটে জিতলেও ম্যাচে ক্যাচ মিসের মহড়ায় দারুণ হতাশা প্রকাশ করেছেন মাশরাফি। চ্যাম্পিয়নস ট্রফির আগে তাই এগুলো শুধরে নেয়ার কথা বললেন মাশরাফি। বোলিংয়ের শুরুটাও হতাশ করেছে তাকে।

তবে তামিম-সাব্বিরের ব্যাটিংয়ে মুগ্ধ মাশরাফি। তাদের প্রংশায় ভাসিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘তামিম আর সাব্বির অসাধারণ খেলেছে। আমরা চাইছিলাম ওরাই শেষ করুক। কিন্তু শেষ পর্যন্ত হয়তো হয়নি। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ওদেরকে এখান থেকেই শিখে যেতে হবে।’

মাশরাফির মতো এখান থেকেই শিখে যেতে চান ম্যাচসেরা মুশফিকুর রহিম্। তার মতে, ‘শেষ দিকে বোলাররা ওদের আটকাতে পেরেছিল। তাতেই সব কিছু সহজ হয়েছে। আর এখান থেকেই আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে। কারণ নিউজিল্যান্ডও সেখানে খেলবে। তাই আমার মনে হয় ছেলেরা সেগুলো শুধরে নিতে পারবে।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ক্রিকেট খেলার জন্ম কোন দেশে ? কবে এবং কিভাবে শুরু হয় তার ইতিহাস !

খেলা চলাকালিন সময় মাঠে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে খবরের শিরোনাম হলেন মাহমুদুল্লাহ

প্রথম বলে ছক্কা হাঁকিয়ে রেকর্ডবুকে তামিম