খেলা চলাকালিন সময় মাঠে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে খবরের শিরোনাম হলেন মাহমুদুল্লাহ
স্পোর্টস আপডেট ডেস্ক: বল-ব্যাটের লড়াইকে পাশ কাটিয়ে শেষ দিকে আলোচনার টেবিলে মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেট শিকার কিংবা সতীর্থকে উইকেট পেতে সহায়তা নয়। মাঠে বিব্রতকর পরিস্থিতিতে পড়েই খবরের শিরোনামে রিয়াদের নাম। বল ধরতে গিয়ে মাটিতে ড্রাইভ। মনের অজান্তেই পরনের ট্রাউজার কিছুটা খুলে গেল। ক্যামেরার চোখও সেদিকে। নিজে হাসলেন, সবাইকে হাসালেন মাহমুদউল্লাহ। ক্রিকেট মাঠে এমন ঘটনা নতুন কিছু নয়। তারপরও ত্রিদেশীয় সিরিজের শেষ দিনে মজার এই মুহূর্তটা বেশ উপভোগ করল সমর্থকরা। এদিকে, টম ল্যাথাম আর নেইল ব্রুমের ব্যাটিং দেখে একটা সময় মনে হচ্ছিল রান সাতে ৩শ অতিক্রম করবে কিনা! ২৩ রানে মুস্তাফিজের কল্যাণে প্রথম উইকেট হারানোর পর ১৩৩ রানের বিশাল জুটি গড়লেন দুজন। এজন্য টাইগার ফিল্ডারদের ক্যাচ মিসের অবদান অনস্বীকার্য। কিন্তু ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দিলেন বহুদিন পর দলে ফেরা নাসির হোসেন। জোড়া আঘাতে ব্রুম-ল্যাথামকে ফিরিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন। এরপর মঞ্চে আবির্ভাব অধিনায়ক মাশরাফি এবং গোটা সিরিজে নিষ্প্রভ থাকা সাকিব আল হাসানের। অবদান আছে রুবেলেরও। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকে...
২০১৯world cup ea msdhoni গুরুত্ব কী
উত্তরমুছুনhttps://newlive24.com/
উত্তরমুছুন